অনেক কথা লেখার চেয়ে
দু'চার কথাই ভালো,
লিখব কী তা ভাবতে ব'সে
যায় না অধিক কালও।
এই আসরে তাতেই দেখি
পাঠকরাও তৃপ্ত সে কী !
যায় না কেটে লেখালেখির
ছন্দ এবং তালও।
ব্যস্ততা, ভিড়, ক্ষুদ্র কবির
ছোট্ট লেখাই ভালো।
-----------