খুঁজলে যেমন ভালোও আছে
তেমনি আছে মন্দ।
আসছে চ'লে সু আর কুএর
চিরকালের দ্বন্দ্ব।
এর মাঝেই উপায় খুঁজে
হিংসা লোভের সঙ্গে যুঝে
চলতে হবে পথটি বুঝে
বজায় রেখে ছন্দ।
ভাবনা কিসের! কুড়াও ভালো
থাকুক প'ড়ে মন্দ।
------------