লোকের কাছে পৌঁছোতে চাই, কোন্ দিকে পাই পথটি।
কোমন ক’রে সবার দোরে ছোটাই ছোট রথটি!
নেই সে রথের প্রবল গতি
সামর্থ সাজ অল্প অতি,
করতে সফল আমার মতি নেই তো বাঁধা গৎটি।
লোকের কাছে পৌঁছোতে চাই কোন্ দিকে পাই পথটি!
আমার এ রথ নয় গো সে রথ, কাব্যরথ এক তুচ্ছ,
নিছক ছড়ায় ছড়াই মজা, নেই সে ধ্বজা উচ্চ।
মনের কথা যখন বলি
হয়তো ফোটে ছন্দ-কলি,
নেই সে ডালি, রূপাঞ্জলি, ময়ুর পেখম-গুচ্ছ।
আছে আমার মন দোলাবার কাব্যরথ এক তুচ্ছ।
তবুও সাধ, বাদ প্রতিবাদ এবং ছেড়ে দ্বন্দ্ব
যার দেখা পাই সবাই কে ভাই শোনাই কথার ছন্দ।
বাহবা কেউ দিক বা না দিক
দিক-না কেবল সময় খানিক,
বিনয় ক’রে তাইতেই ঠিক খুলব, যে দ্বার বন্ধ।
ঝগড়া বিবাদ বাদ প্রতিবাদ এবং ছেড়ে দ্বন্দ্ব।
অমোঘ টানে ব্যাকুল প্রাণে খুঁজছি সঠিক পথটি,
আজ প্রভাতে ছোটাই যাতে আমার সাধন রথটি।
আমার মনের গোপন কোণে
কল্পনা রং যে জাল বোনে
লাগবে কেমন কার নয়নে, চাই যে সবার মতটি।
অমোঘ টানে ব্যাকুল প্রাণে খুঁজছি, কোথায় পথটি।
------------------