কাব্য আকাশে
     কত ভাব আসে
          প্রকাশের ভাষা পাই না।
হলামই অনামী,
     বিখ্যাত দামী
           কবি হতে আমি চাই না।
                 --------------