বেপরোয়া পথে ধর্মের তরী
         হারিয়ে ফেলেছে কূল,
এই  দুর্দিনে খুব প্রয়োজন
         আর একটি নজরুল।
             ------------