প্রিয়জন, সেও কতটা আপন
     যাবে চেনা কোনো দিনই না।
অতি কাছ থেকে এতদিন দেখে
      নিজেকেই পুরো চিনি না।
            -------------