ক্ষুদ্র লাভের
      তুচ্ছ লোভে
          দিলাম সময় পার ক'রে।
ফুরায় জীবন,
      মিলবে না হায়
         সময় তো আর ধার ক'রে।
               ----------