যতবার গেছি তার দ্বারে,
   শুধিয়েছি তারে –
নিয়ে মনে কিছু আশা, কিছু সংশয়
   সে বলেছে দুটি কথা –
       হয়নি সময়।
শ্রান্ত পাখির মতো ঘুরে ঘুরে এসে
      প্রতিবারই ফিরে গেছি শেষে,
হৃদয়ে জাগিয়ে রেখে এ আশা রঙিন-
      হয়তো সময় তার হবে কোনো দিন।

আজও আমি ব’সে আছি
    পথ চেয়ে তার,
‘সময় হয়েছে’
     যদি   বলে সে এবার।
          ---------