এ আসরে যত বন্ধু এবং বান্ধবী আছ প্রিয়
সকলে আমার শুভেচ্ছা আর প্রীতি ও সালাম নিও।
ব্যস্ত জীবনে অন্য হাজারো কাজ নিয়ে দিনে রাতে
কাব্যেও আমি হাজির রয়েছি তোমাদের সাথে সাথে।
ইচ্ছে হলেও হয়তো পারি না সবার পাতাতে যেতে
অবকাশ মেলে যেটুকু তাতেই বসি কিছু স্বাদ পেতে।
সকলের লেখা হয় না যে পড়া, তবুও নতুন যারা
নামীদের ছেড়ে তাদের লেখাতে দিতে চাই বেশি সাড়া।
তারই ফাঁকে ফাঁকে আসরের ডাকে নিজেও যেটুকু লিখি
থাকে মিঠে মিল ছন্দের সাথে নিষ্ঠাও তাতে ঠিকই।
তাইতে পেলেও সহৃদয় কিছু কবিদের স্বীকৃতি
বহু বন্ধুরা দূরেই রেখেছ এ কবিকে যথারীতি।
সবার পাতাতে যেতে যে পারিনি, মুছে দিতে সেই গ্লানি
ফিরিয়ে দিও না ক্লান্ত কবিকে হয়ে থেকে অভিমানী।
----------------