ভীতি আর ভাবনার কথা হল এই
মানুষ আজ সত্যিই মানবিক নেই।
তুচ্ছ মতান্তরে
              বেঘোরে মানুষ মরে,
অনায়াসে খুন করে মনে হল যেই।
মানুষের মানবতা হারাল কি খেই!

দানব কী ক'রে হায়   বহু মানবেই?
             ---------