কথায় কথায় অনেক কথা বলছে অনেক লোক,
চাইছে ক'জন, সত্যি কিছু কাজের কথা হোক !

কথার কথা বলার দিকেই বেশির ভাগের ঝোঁক
নেতারা কয়, কথার পিঠে কথাই শুধু ঠোক।

কথার যারা অর্থ  বোঝে, খোলা যাদের চোখ-
সস্তা কথা বলতে তারা করে না ছোক ছোক।

রসিক শোনায় সময় বুঝে হালকা কথার joke.
কবিগুরুর অনেক কথা, যেন ঋষির শ্লোক।
               ---------