খোয়াই নদীর ধারে
মানুষ সারে সারে,
জমজমাটি হাট বসেছে
সেথায় শনিবারে।
ব্যাগ বা মালা চুড়ি
বিকোয় ভুরি ভুরি
পরখ করে কিশোর যুবা
তরুণ বুড়ো বুড়ি।
পর্যটকের বেশে
বিভিন্ন লোক এসে
ভিড় করেছে খেলতে হোলি
রাঙামাটির দেশে।
কালকে সকাল বেলা
জমবে হোলি খেলা
ফাগের রঙে গানের সুরে
মাতবে মিলন মেলা।
পলাশ শিমুল বনে
এই খেলা প্রাঙ্গণে
কবিগুরু করেন শুরু
শান্তিনিকেতনে।
কবির সে প্রত্যাশা
আজ পেয়েছে ভাষা।
দোলের মেলায় লক্ষ লোকের
অবাধ যাওয়া আসা।
---------