হায় রে আমার যদি
থাকত টাকার গদি-
খেতাম শুতাম
আর ঘুমাতাম
বইত সুখের নদী।
থাকত না আর ভাবনা মিছে
দাস দাসীরা ছুটত পিছে,
থাকত প'ড়ে আমার নিচে
বিড়লা টাটা মোদি।
হায় রে আমার যদি !

আকাশকুসুম স্বপ্ন আমার
নেই কো মানে সত্যিই যার,
ভাবছি রাতে, দিনে আবার
ঠেলছি ঘানি খোদ-ই।
কারণ জানি অমনি কারো
হয় না টাকার গদি।
হায় রে আমার যদি।
     ---------