.        ( 1 )
সময় কোথায়, ভাবব!
তাই লিখি অনুকাব্য ।
বলি, ওরে বাপ
       কাজের যা চাপ
কোন মেশিনে তা মাপব?

হয়ে নিরুপায়
       তাই লিখি হায়
ফাঁকি দিয়ে অনুকাব্য।
       ----------

              ( 2 )
দুখু বলে, দুটি খেতে দে না মাগো
       পারি না সহ্য করতে।
মা বলে, অভাগী ভিখিরির ঘরে
         জন্মালি কেন মরতে?
            ------------