গৃহে তো বিরাজ করে    গৃহবধূ প্রিয়া,
তবু কেন মনে মনে
        অকারণে ক্ষণে ক্ষণে
                  প্রেম পরকীয়া !
যাকে আমি খুঁজে ফিরি পথে প্রান্তরে
এ ধরায় তাকে হায় কই চোখে পড়ে?
চারিদিকে চেয়ে দেখি
          কত সাজে কত মায়াবিনী।
আমায় টানে না তারা,
           চিনি বা না চিনি।
কেউ আছে ফ্যাসানের চটকেই মেতে,
পরের নজরে প'ড়ে চায় সুখ পেতে।
আমার হৃদয়ে ভাসে যে রূপের ছবি
ফুটিয়ে তুলতে তাকে  
    হয়তো বা পারে কোনো শিল্পী বা কবি।
নীল দুটি চোখে যার
            অতল সাগর খেলা করে,
গোলাপের আভা যার দুখানি অধরে।
রহস্য ঘেরা যার ঘন কুন্তলে
যাকে দেখে মনে হয়
            খোলা কেশে যেন কোনো
                    তাপসিনী চলে।
যার দেহ বল্লরী স্পন্দিত হলে
মনে হবে কবিতার ছন্দরা দোলে।
মায়াময় স্নিগ্ধতা
             বিনা সাজে বিনা আভরনে,
কবিতার কলি যেন সে আমার মনে।
যেন সে প্রেরণাদায়ী,
            সে-ই হবে সুরসিকা শ্রোতা
এমন মানসী আমি খুজেঁ পাব কোথা !
কল্পনা লোকে থাকে সে অধরা প্রিয়া,
তারই সাথে নিভৃতে
            আপ্লুত এই চিতে চলে পরকীয়া।
                   ---------