কবিরা হয় অগোছালো
          একটু এলোমেলো,
কে জানে এই স্বভাব তারা
          কোত্থেকে যে পেলো !
অবুঝ তারা, খামখেয়ালি
          মনের বাঁধন খোলা,
উদাস, ভাবুক
          হয় যে আপনভোলা।
যখন যে কাজ করার কথা
          সেই ছকে কি চলে !
ঠিক থাকে না
          কী বলতে কী বলে।
চলতে গেলে তাদের কথা মতো-
গৃহস্থ বা সংসারীদের
          হয় যে ক্ষতি কত !
তা হোক, তবু কবির মতো
          মানুষ কোথায় দেখি !
নেই যে কোনো
          অন্তরে ভাব মেকি।
যতই তাদের পাগলামী থাক
          তারাই মানুষ খাঁটি,
করে না রোজ স্বার্থ লোভের
          নোংরা ঘাঁটাঘাঁটি।
সত্যি যারা ছন্দ প্রেমিক
          ভাবের রসিক কবি
তাদের মনে কেমন ক'রে
          ফুটবে মলিন ছবি !
তাদের সাথে ভাব জমিয়ে
          মৈত্রী যদি রাখো
অন্য কিছু পাও বা না পাও
          আঘাত পাবে নাকো।
          --------------