কবিতা আমার প্রথমা প্রেয়সী,
          দ্বিতীয়া প্রেয়সী তুমি।
দুজনে মিলেই রাঙালে আমার
          জীবনের পটভূমি।
সোনালী প্রেমের আবেগে ভেসেছি
          কবিতাকে বুকে ধ’রে
অজানার স্রোতে ভাসিয়েছি তরী
          তোমাকে সঙ্গী ক’রে।
মুকুলিত নবকৈশোর থেকে
          কবিতা জোগালো ভাষা,
কবিতা জীবনে রয়েছে বলেই
          এল এত ভালোবাসা।
ভালোবাসো ঠিকই, তবুও কখনো
          করো তুমি মুখ ভারি,
কবিতা আমাকে কাঁদালেও তবু
          সহজে করে না আড়ি।
            -----------