সখী যদি তুমি আমার
রাইকিশোরী হবে
সকল ফেলে ধরব হাতে
মোহন বাঁশী তবে।
এই যে বিলাস, বিত্ত বিভব
লাগবে নিছক তুচ্ছ যে সব
এই কোলাহল এই কলরব
ধূলায় প'ড়ে রবে।
সখী যদি তুমি আমার
রাইকিশোরী হবে।
তৃপ্তি তো নেই ব্যস্ততা আর
কালের কোলাহলে !
মন যেতে চায় বৃন্দাবনের
বংশীবটের তলে।
সেথায় তুমি বসবে এসে
নুপূর পায়ে মিষ্টি হেসে,
শ্রান্তি মনের যাবেই ভেসে
নীল যমুনার জলে।
করব কূজন দুজন মিলে
বংশীবটের তলে।
বারেক যদি ভাঙতে পারো
স্থান কালের এই বাধা
ধন্য হবে সখী আমার
তবে এ সুর সাধা।
সেই সুরেতে আকাশ নুয়ে
যাবে তোমার হৃদয় ছুঁয়ে,
দেবে ধুয়ে হালের জটিল
দ্বন্দ্ব এবং ধাঁধা।
বারেক যদি ভাঙতে পারো
স্থান কালের এই বাধা।
সত্যি যদি না হয় তবু
স্বপ্ন অনুভবে
বলো, সখী তুমি আমার
রাইকিশোরী হবে?
নকল সুখের সকল খেলা
লীলার ছলে করব হেলা,
কল্পলোকে ভাসিয়ে ভেলা
সাধব বাঁশী তবে।
সখী, যদি তুমি আমার
রাইকিশোরী হবে।
------------------