চল্লিশ ছোঁয়া তোমাকে এখনো
যদি গো আদর করি
তুমি যেন সেই কিশোরী মেয়েটি,
নববধূ সুন্দরী।
কে বলে, গোছানো সংসারে তুমি
গিন্নী হয়েছ পাকা!
ভাবে আপ্লুত তনু মনে যেন
স্নিগ্ধ সুরভী মাখা।
কপালে কপোলে স্নেহের পরশে
দেহলতাখানি দোলে।
আমার প্রীতির উষ্ণ আবেশে
যাও যেন তুমি গ’লে।
বাহু বেষ্টনে জড়িয়ে তোমাকে
আমিও এ কথা ভুলি
বহু দিন হল পঞ্চাশ ছুঁয়ে
পেকে গেছে চুলগুলি।
ঘোর কেটে গেলে দুজনের চোখে
দুজনেই চেয়ে থাকি,
মনে প’ড়ে যায় আছে বহু দায়,
বহু কাজ আছে বাকি।
--------------