ঝিরি ঝিরি হাওয়া
    করে আসা যাওয়া,
        ঝুরু ঝুরু পাতা ঝরে।
রাঙা পথ বেয়ে
    কার ছোঁয়া পেয়ে
        মন উড়ু উড়ু করে।
হাওয়া গায়ে লাগে
    শিহরণ জাগে
        ফাগুনে প্লাবনে ভাসি,
এ ভুবন জুড়ে
    বিরহের সুরে
        শুনি যেন কার বাঁশি।
বন্ধন টুটে
    ভাবি যাই ছুটে,
        এ হৃদয় যেন রাধা।
কী নেশায় মেতে    
    চাইলেও যেতে
        পায়ে পায়ে কত বাধা।
ফাল্গুনী তানে
    দোলা দেয় প্রাণে
        শুনিয়ে ছন্দ-গাঁথা,
দিন চ’লে যায়,
    পড়ে থাকে হায়
        চৈত্রের ঝরা পাতা।
ক্ষণিকের ফাঁকে
    পাই যেন কাকে,
        নিমেষে হারিয়ে ফেলি।
এসেছিল এই,
    দেখি সে তো নেই
        যেই দুটি চোখ মেলি।
        ------------