থাক-না আমার সন্ধ্যাগুলি
নিরালা নিঃঝুম।
তোমার জন্য রইল আমার
সারা রাতের ঘুম।
তোমার জন্য গোলাপ বকুল
জুঁই চামেলি ফুল,
আমার জন্য রুক্ষতা আর
কাঁটায় ভরা ভুল।
আঘাত ব্যথা দুঃখে যতই
ভরুক আমার বুক
তোমার সুখেই আমার প্রাণে
জাগে অগাধ সুখ।
ভালো তোমায় লেগেছিল
হয়তো অকারণ,
জানে গোপন সেই কথাটি
কেবল আমার মন।
অনেক দিনের সেই কথা আজ
কাব্যে জানালাম
নাই বা আরো পাঁচ জনাতে
জানল তোমার নাম।
তোমার জন্য থাকুক ফুটে
জুঁই চামেলি ফুল,
থাকল না-হয় কাঁটায় ভরা
আমার যত ভুল।
------------