যতই থাকি ঝুট-ঝামেলায় ব্যস্ত কাজে
মনে আমার নিত্য কথার ছন্দ বাজে।
মিল ছড়ানো ছড়ার নেশা
                 সে তো আমার রক্তে মেশা,
স্বভাব আমার কাব্য ঘেঁষা,  দিকভোলা যে।
ভাব আসে যায়,  মনের বীণায় ছন্দ বাজে।

নেশার ঘোরে কলম ধ'রে ছন্দে নাচি,
দ্বন্দ্বতে নেই, কাব্যকলির গন্ধে আছি।
ক্ষুব্ধ হয়ে হায় রে ক্ষোভে
                  সবাই মরে স্বার্থ লোভে,
সাধ্য কোথায়, আমায় ছোঁবে কোন্ বাবাজী?
ওসব ভুলে পরাণ খুলে ছন্দে নাচি।

তুচ্ছ যে হায়, কখন কোথায় কী কাজ করি,
সর্বদাই প্রাণের ভিতর ছন্দ গড়ি।
হৃদয় আমার কাব্যে সঁ'পে
                  সঙ্গোপনে মনের খোপে
মালার মতো যাচ্ছি জ'পে সুর লহরী।
বাদবাকি সব তুচ্ছ যেথায় যে কাজ করি।
                --------------------