প্রথম প্রেমের ছোঁয়া লেগেছিল
কবিতাকে ভালোবেসে।
বুঝিনি কখন মন হারিয়েছি
ছন্দের স্রোতে ভেসে ।
নবকৈশোরে পা দিয়েছি সবে,
বছর পনেরো ষোলো,
সেধেছি তখন কবিতাকে
সখী, প্রসন্ন মুখ তোলো ।
কবিতা খেলেছে লুকোচুরি যেন
চঞ্চলা ছোট মেয়ে,
এই আসে এই ছুটে চ'লে যায়
পলাতকা পথ বেয়ে ।
করেছি সাধনা কী ক'রে কবিতা
আরো কাছে ধরা দেবে
আবেগমথিত ভাষা ও ভাবের
অঞ্জলিটুকু নেবে ।
যতই হয়েছি পরিণত ক্রমে
বয়সে এগিয়ে গিয়ে
এসেছে সে যেন ষোড়শীর সাজে
আরো পূর্ণতা নিয়ে ।
শত রঙে রাঙা কত ভাব নিয়ে
সেই থেকে বারে বারে
কবিতার সাথে চলেছে আমার
আসা যাওয়া অভিসারে।
বহু পথ হেঁটে আমি প্রায় ষাটে
এখনো লিখতে বসি,
কবিতা প্রেয়সী চেয়ে দেখি আজও
রয়েছে অষ্টাদশী।
-----×-----