প্রিয়তমা, ওগো সুন্দরী
এসো না আবার প্রেমে পড়ি,
একবার ভুলি অন্তত
এত দিনে বয়স হল কত।
আবার নতুন প্রেমে ভেসে
চলো যাই স্বপ্নের দেশে।
যখন প্রথম ঢেউয়ে দুলি
আমাদের সেই দিনগুলি
মনে হয় বিস্ময়ে ভারি
কেটে গেছে বড় তাড়াতাড়ি।
সে আবেশ গিয়েছে যে ঝ’রে
বোঝার আগেই ভালো ক’রে।

আরো একবার তাই প্রিয়ে
এসো না কিশোরী মন নিয়ে,
আবার সে প্রেমে উঠি মেতে
সেই স্বাদ পুরোপুরি পেতে
এখনো যা র‌য়ে গেছে বাকি
না বোঝাতে সময়ের ফাঁকি।
তাই বধূ, ওগো সুন্দরী
এসো না আবার প্রেমে পড়ি।
         ---------