সময় জুটিয়ে বইমেলা গিয়ে
ছিলাম দাঁড়িয়ে একা,
দু'চোখ ফেরাতে হঠাৎই মেলাতে
শ্রীজাতর সাথে দেখা।
এ সেই শ্রীজাত, কবি বিখ্যাত,
সকলে তারিফ করি।
তাকে দিনে দিনে খুঁজে পেতে চিনে
নানা ম্যাগাজিনে পড়ি।
দেখে সম্মুখে আবেশে ও সুখে
হাসি হাসি মুখে ডাকি
বিখ্যাত অতি, ভাবি মোর প্রতি
সে নজর দেবে না কি !
খুশি হই ভারি, নিরহংকারী
তরুণ কবিকে দেখে।
মনে নেই কালো, চোখে তার আলো,
তাই এত ভালো লেখে।।
-------- × --------
শুভেচ্ছা সহ
স্বপন কুমার মজুমদার
01.02.17