তোমার মুখের মিষ্টি মধুর হাসি
দু'চোখ ভ'রে দেখতে ভালোবাসি।
তাই তো বারে বারে
        বধূ তোমার দ্বারে
ঘুরে ঘুরে হয়তো ছুটে আসি।
দেখতে তোমার মিষ্টি মধুর হাসি।

তোমার গলার নম্র মৃদু স্বরে
প্রীতির ছোঁয়া লাগে যে অন্তরে।
তাই তো দিনে রাতে
        থাকি প্রতীক্ষাতে
কখন কিছু বলো আবেগ ভরে,
স্নিগ্ধ মধুর নম্র মৃদু স্বরে।

যখন তুমি গান করো সুর তুলে
আপন মনে হয়তো মনের ভুলে,
তখন সে সুর এসে
        প্রাণে আমার মেশে,
তরঙ্গে তার ওঠে হৃদয় দুলে।
যখন তুমি গান করো সুর তুলে।

যখন তুমি মান ক'রে মুখ ঢাকো
নীরব হয়ে কেবল ব'সে থাকো
তখন কাছে গিয়ে
        ডাকলে তোমায় প্রিয়ে,
উদাস চোখের দৃষ্টি দূরে রাখো।
যখন তুমি মান ক'রে মুখ ঢাকো।

তখন অনেক সাধ্য সাধনাতে
জমাতে চাই সখ্য তোমার সাথে।
হয়তো অবশেষে
        স্নিগ্ধ হাসি হেসে
হাতটি তোমার রাখো আমার হাতে।
ভুলে আমার সাধ্য সাধনাতে।

তখন আবার মায়াবী দুই চোখে
চেয়ে থাকো আমার মানস-লোকে।
আমি তোমায় নিয়ে
        রই যে বিভোর প্রিয়ে
বুঝি না কোন্ মদির নেশার ঝোঁকে।
হারাই তোমার মায়াবী দুই চোখে।
           ---------