হৃদয় রয়েছে, করে না হৃদয়ে
ভালোবাসা আনাগোনা।
আজও চাঁদ ওঠে, দেখে শুধু ফোটে
হৃদয়ের যন্ত্রণা।
এ মনেই ছিল কত ভালো লাগা
রাগে অনুরাগে ছিল ভাব জাগা,
ছিল অকারণে কত প্রেম মনে,
আনমনে গান শোনা।
সে হৃদয় আছে, করে না সেখানে
সেই প্রেম আনাগোনা।
উঠেছিল চাঁদ, জেগেছিল সাধ
গেয়ে উঠেছিল অলি।
চকিতে কী ক'রে ঝড়ে গেল ঝ'রে
না ফুটেই যত কলি।
মেলে দেখি আজ জীবনের খাতা
রয়েছে ছড়িয়ে কিছু ঝরা পাতা,
স্বপ্নের মতো মিথ্যে হয়েছে
স্বপ্নের জাল বোনা।
রিক্ত হৃদয়ে করে না তো আর
প্রেম প্রীতি আনাগোনা।
--------------