কবিতা নয় মুড়কি মুড়ি
       কিম্বা নতুন গয়না।
কবিতাতে পেট ভরে না,
       কড়িও লাভ হয় না।
নয় তা মোটেই ধনীর বিলাস,
       সখ মেটাবার পন্থা,
কাব্য লিখে নেই সে কদর
       জানে কবির মন তা।
তবু কেন কাব্য করা-
       কেনই গাঁথা ছন্দ!
কাব্যে মেলে ভাবুক কবির
       সত্যি কী আনন্দ?
যে কেউ সেটা চাইলেও হায়
       পারবে কি ঠিক বুঝতে!
অন্য রকম মন প্রয়োজন
       কাব্য-সুধা খুঁজতে।
যে জন রসিক, যে জন জানে
       কাব্য পড়ার ভঙ্গী-
কবিতা তার জীবন পথের
       অনুভবের সঙ্গী।
এই জীবনের পাত্রটি সে
       পূর্ণ ক’রে তুলতে।
দুঃখ সুখে আনন্দে চায়
       ছন্দ দোলায় দুলতে।
কেউ বা সুখে যতই থাকুক
       যতই মাতুক হর্ষে-
জীবন পরিপূর্ণতা পায়
       কাব্য-কলির স্পর্শে।
          ---------