কাঙ্গ্খিত শীতে উষ্ণতা মাখা মিষ্টি প্রভাতি ধুপে
নতুন বছরে নতুন কবিতা নব রঙে নব রূপে।
এর বাণী দিক সকলের মনে দোলা
এই কবিতার ললিত ছন্দে প্রেরণার ঢেউ তোলা।
নতুনের রঙে হৃদয় রাঙিয়ে সকলেই খুশি অতি,
তবু যেন ভাবি কতটা হয়েছে প্রকৃত অগ্রগতি।
কাজে গতি চাই, তার সাথে চাই সখ্যতা সম্প্রীতি
নতুন বছর তা হলেই হবে সার্থক যথারীতি।
অন্তর থেকে বিদূরিত হোক যত বিদ্বেষ ও কালি,
নম্র চিত্তে নিবেদন করি শুভেচ্ছার এই ডালি।
-----------