সমারোহে একদিন
          এসেছিল দুহাজার ষোলো।
কালের অমোঘ স্রোতে সাঙ্গ তা হলো।
বিশেষ ঘটনা কিছু ঘটেছিল কবে
হয় তো তা ফিকে হওয়া স্মৃতিতেই রবে।
চ'লে গেছে যে লগন, সেই পুরনোকে
কখনো সেভাবে মনে রাখেই না লোকে।
উৎসবে মেতে উঠে তাই সতেরোতে
সকলে চাইছে মনে আরো রাঙা হতে।
হয়তো মাতছে নব মজা ফূর্তিতে
ভুলে গিয়ে আয়ু তার
         ফুরলো যে এক সাল এই ধরণীতে।
এভাবেই সৃষ্টির এই প্রবাহতে
নতুনের আগমনে
          পুরনোরা ভেসে যায় স্রোতে।
একদিন আমরাও
          কেউই আর থাকব না টিকে।
সাগ্রহে চেয়ে রই
        তবুও তো অনাগত নতুনের দিকে।
               -------------