স্পন্দিত শুভ নববর্ষের বাণী
ছন্দে ছড়ানো হৃদয় রাঙানো
কবিতায় বয়ে আনি।
বিদায়ী বছরে গত হওয়া যত কালো
দূর ক'রে দিক নতুন সালের
নব প্রভাতের আলো।
যা কিছু হতাশা, হিংসা ও দ্বেষ
সে আলোতে যাক দূরে।
মানুষে মানুষে সম্প্রীতি আর
মিলনের সুরে সুরে।
দুঃখকে জিতে নতুন খুশিতে
একসাথে উঠি মেতে,
উৎকর্ষ ও প্রগতির পথে
দুই পা এগিয়ে যেতে।
নিষ্ঠার সাথে সেই সাধনাতে
হবে যে সফল হতে
দুহাজার সতেরোতে।
------------