অভিমান আজ ভুলেছি,
ক্ষমা ক’রে দিও, কাছে ডেকে নিও
           রুদ্ধ দুয়ার খুলেছি।
দূরে চ’লে গিয়ে বুঝেছি, এ মন
           কিছুতেই সুখ পাবে না।
পেয়েছি যে প্রীতি ভুলে তার স্মৃতি
           দূরে চ’লে যাওয়া যাবে না।
ভুল বোঝাবুঝি তুমিও করেছ,
           হয়তো আমিও করেছি।
না বুঝে, কী ভুল আর কী সঠিক
           দুজনেই দূরে সরেছি।
আমারি মতন নির্জনে একা
           তুমিও কি ব’সে কাঁদোনি !
শূন্য হৃদয়ে কখনো নীরবে
           বিরহের গীতি সাধোনি?
বুঝেছি বন্ধু, এ জীবনে শুধু
           তোমাকেই ভালোবেসেছি।
যত কিছু মান অভিমান ভুলে
           আমি তাই ফিরে এসেছি।
আমি ধরা দিতে এসেছি বন্ধু
           তুমি কি গো সাড়া দেবে না?
রয়েছি দাঁড়িয়ে, দু হাত বাড়িয়ে
           কাছে ডেকে তুমি নেবে না !
           ----------------