তার যত ঐ ছলাকলায়
সহজে আর ভুলব না,
দোলায় দুলে মনের ভুলে
মনের দুয়ার খুলব না।
মায়াবী দুই চোখের চাওয়ায়
আলগা কথার হালকা হাওয়ায়
লতার মতো পাতার মতো
আর তো আমি দুলব না।
তার যত ঐ ছলাকলায়
সহজে আর ভুলব না।
সব কথাতেই অমনি ক'রে
মন বুঝে তার চলব না,
মন ভেজানো সরস কথায়
এবারে আর গলব না।
তাই সে কাছে যতই আসুক
যতই মিশুক, যতই হাসুক
কিছুতে আর সোজাসুজি
মনের কথা বলব না।
যা হবে হোক, তার খুশি বা
ইচ্ছে মতো চলব না।
মনে মনে ঠিক করেছি
তার কাছে আজ হারব না।
শক্ত ক'রে রাখব ধ'রে,
মনের বাঁধন ছাড়ব না।
দেখব কথার কোন্ দোলাতে
চায় সে আমার মন ভোলাতে,
করতে সে আজ বলবে যে কাজ
বলব, আমি পারব না।
ঠিক করেছি কিছুতে আজ
প্রেমের খেলায় হারব না।
_________