ছন্দ ছাড়া কাব্য যেন
           ছন্নছাড়া বোল,
ছন্দই তো প্রাণ ছুঁয়ে যায়,
           লাগায় মনে দোল।
ছন্দে আছে চলার গতি
           ছন্দে আছে প্রাণ,
ক্লিষ্ট কাতর শুষ্ক প্রাণে
           ছন্দ জাগায় গান।
দামাল শিশু ছন্দ ছড়ায়
           শান্ত হয়ে যায়,
টকবগানো ছন্দে যুবক
           শক্তি খুঁজে পায়।
ছন্দ জোগায় নবীন প্রাণে
            উৎসাহ আর জেদ,
ছন্দ জাগায় দেশাত্মবোধ
            ছন্দ ঘোচায় ভেদ।
ক্লান্ত হয়ে ঝিমিয়ে যায়
            যে সব বুড়োর দল
তাদের কানে মন্ত্র সম
             ছন্দ জোগায় বল।
ছন্দ ছাড়াও কাব্য আছে
             গদ্যে গুরুভার।
জ্ঞানীর মতো সবাই কি পায়
             সাহিত্য রস তার !
ছন্দে আছে জাদুর কাঠি,
             হাতে যে জন পায়
কিশোর যুবা বাচ্চা বুড়োর
             হৃদয় ছুঁয়ে যায়।
      -----------------