হয়তো আমি হইনি লিখে
          মস্ত কবি অত।
তুচ্ছ লেখার পাঠকও তাই
          নেই যে শত শত।
আপন মনে এলোমেলো
           যা লিখি, তার সবই
পড়লে মনে হয় বুঝি বা
           নিছক সখের কবি।
প্রগতিশীল এই সময়ে
          কখন কী যে ঘটে
তড়িৎ বেগে এক নিমেষে
          কোথায় যে কী রটে -
কিছুতেই খেয়াল থাকে না
          হায় রে সে সব কথা।
বিভোর রাখে আমায় নিজের
          ভাবের ব্যাকুলতা।
আপনভোলা সেই মনেতে
          যখন যে ভাব জাগে
গাঁথতে কথার ছন্দ মালা
          যেমন ভালো লাগে
কাজ অকাজে সকাল সাঁঝে
          তেমনি গেঁথে চলি,
নিজের সবুজ মনের কথা
          অবুঝভাবেই বলি।
তাইতে যদি কারুর মনে
          একটুও ভাব জাগে
ছন্দে আমার, আমার লেখায়
          একটু দোলা লাগে
প্রাপ্তি আমার সেটুকুই,
          তাতেই পরম সুখী
না-ই বা খেতাব পেলাম লিখে
           কাব্য জনমুখী।
      -------------