এই বুড়ো আর সঙ্গী বুড়ী
যাচ্ছি ট্রেনে শিলিগুড়ি ।
সেথায় থাকে দামাল ছেলে
ঘর বাড়ি আর স্বজন ফেলে।
আছে সেথায় চাকরি নিয়ে,
ভাবছি দুদিন যাই বেড়িয়ে।
স্নেহময়ী মায়ের মনে
ঢেউ দিয়ে যায় ক্ষণে ক্ষণে
চাকরি নিয়ে কেমন ক'রে
থাকছে ছেলে দূরেই প'ড়ে।
দুদিন আদর যত্ন পেলে
তৃপ্ত হবে হয়তো ছেলে।
দু'চারটি নয়, একটি খোকা
মস্ত জেদী, যায় না রোখা।
বাঁধন দিয়ে বাঁধতে তাকে
নিত্যই মা খুঁজতে থাকে
কাউকে তেমন বুদ্ধিমতী
রুখবে যে সেই খোকার গতি।
সৃষ্টি মুখর এই নিখিলে
থাকবে সুখে দুজন মিলে।
----------------