এমন কিছু বন্ধু আছে
সত্যি যারা আমায় খোঁজে,
বিত্ত বিভব বাদ দিয়েও
যারা আমার কাব্য বোঝে।
এমন কিছু বন্ধু আছে
সত্যি যারা আমায় চেনে,
রসিক কবি বন্ধু ব'লে
মনের থেকে নিচ্ছে মেনে।
এমন কিছু বন্ধু আছে
যারা আমায় সত্যি টানে,
হৃদ-কাননের প্রীতির কুসুম
আমার দিকেই বাড়িয়ে আনে।
এমন কিছু বন্ধু সুহৃদ
ভিড়ের মাঝে সত্যি আছে,
সময় এবং সুযোগ পেলেই
দৌড়ে আসে আমার কাছে।
আমার প্রিয় বন্ধুরা সেই
পড়বে ব'লেই কাব্য লিখি,
এ সংসারে এমন কিছু
বন্ধু আছে ব'লেই টিকি।
এই কথা তো সঠিক জানি
পুঁজি আমার তুচ্ছ সবই।
উদার কিছু বন্ধু আছে
যারা আমায় মানছে কবি।
------------