যে হাতে   লেখনী ধরি,    সে হাতেই থলি
ঝুলিয়ে নিত্য আমি বাজারেও চলি।

গাঁথলেও সুরভীত ছন্দের কলি
দরকারে তাকেও তো দুই পায়ে দলি।

জীবনের এ আঁধারে বহু অলিগলি
দেখে ভাবি,   দীপ হাতে আলো হয়ে জ্বলি।

চাইলেও কারো পায়ে দিতে অঞ্জলি
শ্রদ্ধা ভক্তি কই !     ভণিতা সকলি।

দায়ে প’ড়ে ভাণ ক’রে করি ঢলাঢলি,
ফাঁক পেলে নীতি ঠেলে একে ওকে ছলি।

সার কথা,      ছন্দতে যত যা-ই বলি -
ট্যাঁকে যেন টাকা দোলে, হাতে ঝোলে থলি।
              ---------------