স্বার্থ নিহিত       বাসনা তাড়িত
            দ্বন্দ্বের সংসারে
ছ্যাঁকা খেয়ে আঁচে   ছন্দের কাছে
            ফিরে আসি বারে বারে।
ক'রে বিকিকিনি     মেলাতে পারিনি
            কখনো হিসেব ক'রে
ঘামিয়েও মাথা       হিসেবের খাতা
            গরমিলে গেছে ভ'রে।
কেবল যখনই       ধরেছি লেখনী
             চেয়েছি ছন্দ গাঁথি -
ধ্বনি ও কথারা     দেয় সে কী সাড়া
             নেই কোনো সংঘাতই।
তাই তো নিয়ত       হয়ে বিক্ষত
             বহু ঘাত প্রতিঘাতে
আমি তিলে তিলে    ডুবে যাই মিলে
             ছন্দে ও কবিতাতে।
কথা আর কাজে     দেখি মেলে না যে
             জটিল এই সংসারে।
ছন্দেই বাঁচি,          তারই কাছাকাছি
              ফিরি তাই বারে বারে।
         -------------------