মন আমার বাঁধা আজও ছন্দের শিকড়ে,
এ কালের পাঠকের মন পাব কী ক'রে !
আধুনিক পাঠকেরা
চায় না থাকতে ঘেরা,
বাঁধলে ছন্দে এরা বলে তা কি ঠিক ও রে !
আধুনিক পাঠকের মন পাব কী ক'রে?
ছন্দের যে দোলাতে অন্তর দুলেছে
যে শোভা ও সুরভীর স্বাদে মন ভুলেছে
ভাবের গহনে গিয়ে
নিরবধি ঢেউ দিয়ে
আমাকে তা টেনে নিয়ে 'ভোর ক'রে তুলেছে।
ছন্দের দোলাতে যে মন প্রাণ দুলেছে।
আহা তাই ডুবে যাই ভাবনার গভীরে,
বুঝবে কে, খুঁজবে কে এ পাগল কবিরে !
যে খুশিটি তার মনে
ঝ'রে পরে ক্ষণে ক্ষণে
এঁকে তোলে অকারণে ছন্দিত ছবিরে,
বুঝবে কে সে পুলক, আর সেই কবিরে?
------------------