নিয়ে উদাস দুঃখ বুকে
মলিন মুখে আছো !
বাঁচতে যদি হবেই তবে
বাঁচার মতো বাঁচো।
দুঃখ ব্যাধি আঘাত সে তো
ঢেউএর মতো আসে।
হঠাৎ ক'রে ধাক্কা দিয়ে
আবার দূরে ভাসে।
দুঃখ এবং সুখের দোলায়
সব মানুষই দোলে।
সার্থকতা কোথায় বলো,
তাইতে ব্যাকুল হলে।
আঘাত বা সুখ যা-ই বা আসুক
তুচ্ছ তাকে করো।
মানব জীবন অনেক দামী,
অনেক বেশি বড়।
মূল্য যে তার দুর্লভ অতি
নয় তা মাপা সোজা।
নিত্য দিনের দুঃখ সুখে
যায় না তাকে বোঝা।
বুঝতে তাকে খুঁজতে হবে
জীবন পথের বাঁকে
অসীম মহান সৃষ্টি লীলার
স্রষ্টা যিনি তাকে।
তার সে লীলার অংশ হয়ে
নিজেও তুমি আছো,
বাঁচতে যদি হবেই তবে
সেই আনন্দে বাঁচো।
------------------