নেশা আছে
ধারে কাছে,
লোকে বাছে কত কী !
নাও বুঝে ;
খুঁজে খুঁজে
লেখা চলে অত কি?
পান বিড়ি
করে ফিরি
পথে ডান বায়েতে।
কারো নেশা
বেশি ঘেষা
কফি আর চায়েতে।
আরো কত
নেশা রত
শত থেকে হাজারে,
বল দেখি
নেশা সে কী
ছেয়ে গেছে বাজারে ?
এ নেশাতে
দিনে রাতে
ম'জে মহা সুখেতে
ডুবে থাকে
লাখে লাখে
লোকে ফেসবুকেতে।
এ নেশায়
মজা পায়
মামা কাকা খুড়োরা,
ফেসবুকে
গেছে ঢুকে
শিশু থেকে বুড়োরা।
চোখ রেখে
হাইটেকে
পাওয়া যাবে আলো কি?
দশা দেখে
বলবে কে
এ নেশাটা ভালো কি !
      ------------