দুহাত বাড়ালে
তাকিয়ে দাঁড়ালে,
কেউ কি আড়ালে আছে !
আলোতে আঁধারে
হয়তো বা তারে
পাওয়া যায় ধারে কাছে।

মনে হয় চিনি,
দেখেও দেখিনি
তাকে কত দিনই আহা !
চ'লে গেছে চেয়ে  
হয়তো বা বেয়ে
সমুখের চৌরাহা।

স্মৃতিকণা ঝরে,
এত কাল পরে
যদি মনে ধরে তাকে।
প্রিয় ক'রে নিয়ে
প্রীতি সুধা দিয়ে
রাখো বেঁধে অচেনাকে।
      ---------