কেউ ধারে কাছে 
    কবি ঠিকই আছে
          অকবির ভিড়ে মিশে ।
হয়তো অজানা,
    মেলে নেই ডানা,
        চেনা যাবে তাকে কিসে?

আছে তার ভাষা,
    প্রাণে নব আশা
        হৃদয়ে রঙিন কুঁড়ি।
পথিকের বেশে
     করেও বা এসে
        হাটে বাটে ঘোরাঘুরি।

সেরকমই, কত
     পাঠক নিয়ত
            ফেরে কবিতার খোঁজে
যারা সুরসিক,
     পেলেই সঠিক
        ছন্দের জাদু বোঝে।

পাঠকও দোদুল,
       খুশি কবি কূল
           বাঞ্ছিত সাড়া পেয়ে
কেরামতি ভরা
     ফেসবুকে গড়া
          মিলনের সেতু বেয়ে।
           ------------------