হে দয়াময়, চাইলে তুমি ঘটতে পারে সবই।
তোমার লীলায় জগত চলে, ওঠে যে চাঁদ রবি।
দেখে তোমার সেই মহিমা
                ভূবনে যার নেই কো সীমা
বিস্মিত হই, নই গুণী নই তবুও হই কবি।
হে দয়াময় চাইলে তুমি  ঘটতে পারে সবই।

চাইলে তুমি বাদল নামে মরুভূমির বুকে,
বাড়ালে হাত দুঃখী অনাথ হাসে পরম সুখে।
তোমার কৃপা না হয় যদি
                পার লাগানো যায় কি নদী !
নিমেষ যেতে ধূলায় লুটায় সমস্ত গৌরবই।
হে দয়াময়, করুণাময় লীলা তোমার সবই।
                  -----------------