রবি, তোমায় খুঁজতে হত
              ছন্দ এবং মিলও,
তোমার কালে কাব্য লেখা
              সহজ তবু ছিলো।
আকাশ ভরা সূর্য তারা
              বিশ্ব ভরা প্রাণে
সুর পেয়েছ, ভাব পেয়েছ
               কবিতা আর গানে।
মেঘের পরে মেঘ গড়িয়ে
               আঁধার ক'রে আসা
দেখতে পেয়ে সৃষ্টি হত
               তোমার লেখার ভাষা।
দূর দেশী কোন্ রাখাল গেল
                তোমার বাটে খেলে
সেই বালকের বাঁশীর সুরে
                কাব্য খুঁজে পেলে।
লিখেই গেলে আপন মনে
                এমনিতর কত,
কবিতা হায় আছে কি আজ
               স্বচ্ছ আগের মতো।
কার সাথে কার গোপন প্রণয়,
               কার বা ঘৃণা কাকে
সে সব কথাই হাল আমলের
                কাব্য জুড়ে থাকে।
তাই তো আমার সহজ মনের
                সরল কথাগুলি
ছন্দ মিলে গাঁথতে গিয়ে
                দ্বন্দ্ব দোলায় দুলি।
কাব্য আবেগ যখন জাগে
                তখন কী আর করি !
আশ মেটাতে, রবীন্দ্রনাথ
                তোমার লেখাই পড়ি।
               -------------