ভোর থেকে আজ
বাদলের সাজ,
বুঝি যত কাজ বন্ধ।
ঝরে, জল ঝরে
পথে প্রান্তরে,
জাগে অন্তরে ছন্দ।
বন্ধন হারা
শ্রাবণের ধারা
হল দিশেহারা হায় রে,
ঝম ঝম ক'রে
অঝোরে সজোরে
এ বাদল ঝ'রে যায় রে।
সারাটি আকাশে
ঘন মেঘ ভাসে
যেন ধেয়ে আসে দুর্যোগ,
আলো কই ফোটে
ঘুম কই ছোটে !
কই হেসে ওঠে সূর্য !
যেথা যত জল
ছিল সম্বল
বুঝি তার ঢল নামল।
ভিজেছে পাতারা,
গেল রাত সারা
তবু কই ধারা থামল?
ভেবে হতবাক !
থাক তবে থাক,
শুধু ঝ'রে যাক বৃষ্টি।
যা হবে তা হোক,
প্রলয়ে ভাসুক
ভূলোক দ্যুলোক সৃষ্টি।
------ x ------