ভাবছ হ’ত হয়তো ভালো ঘটলে কিছু অন্য,
মোটেই তা নয়, যখন যা হয়, হয় তা ভালোর জন্য।
হলেই কেবল মস্ত ধনী
                        মিলবে কি যা চাই যখনই?
পেলেই দামী মুক্ত মণি হয় কি গো কেউ ধন্য !
নয় গো তা নয়, যখন যা হয়, হয় তা ভালোর জন্য।

মস্ত ধনী ব্যস্ত পায়ে ছুটছে শুধু ছুটছে।
খোঁজ রাখে না পথের ধারে কোথায় কী ফুল ফুটছে।
দিন চ’লে যায়, সূর্য ডোবে
                        কখন খাবে, কখন শোবে?
হায় সে আরো টাকার লোভে কেবল মাথা কুটছে।
মস্ত ধনী সারা জীবন ধনের পিছেই ছুটছে।

সুখ ধরা দেয় পারলে হতে শান্ত ও নির্লিপ্ত।
থাকলে জগৎ-পিতার উপর বিশ্বাসে মন দীপ্ত।
দুঃখ ও সুখ যা পায় পাবে
                       যে সবই নেয় সহজভাবে
আঁধার আলোয় ভাব অভাবে সদাই থাকে তৃপ্ত,
সুখ ধরা দেয় তার কাছে, যে শান্ত ও নির্লিপ্ত।
         -----x------x-----