রাত্রি গভীর হ’লো,
বাইরে দুয়ার বন্ধ এখন
মনের দুয়ার খোলো।
আসতে পারে সেখান দিয়ে
কল্পলোকে রয় যে প্রিয়ে,
সারাটি দিন যাদের নিয়ে কাটাও
তাদের ভোলো।
ঘুমোয় যদি ঘুমোক তারা
রাত্রি গভীর হ’লো।
স্তব্ধ নিঝুম রাতে -
ক্লান্তি আছে
নিদ্রা তবু নেই দু আঁখির পাতে!
মায়াবী ঘোর লাগিয়ে একা
স্বপ্নে যে দেয় ক্বচিৎ দেখা,
যাক সে রেখে চরণ রেখা
সবার অসাক্ষাতে।
সেই বাসনায় ঘুম বুঝি নেই
স্তব্ধ নিঝুম রাতে !
------ x -----