খেতে ভালোবাসি, শুতে ভালোবাসি
ভালোবাসি ভেসে চলতে।
এসবের চেয়ে বেশি ভালোবাসি
কবিতায় কিছু বলতে।
হয়তো বাড়ি ও গাড়ি ভালোবাসি
ভালোবাসি টাকা লক্ষ,
তবুও কখনো ভালোবেসে করি
কবিতার সাথে সখ্য।
নাম ভালোবাসি, যশ ভালোবাসি
ভালোবাসি হতে গণ্য,
চাইলে সকলই ছেড়ে দিতে পারি
ভালো কবিতার জন্য।
টাকা নাকি যশ ! কে যে বেশি শ্রেয়
এই নিয়ে চলে যুক্তি,
কবিতায় মন ডানা মেলে দেয়
কবিতায় মেলে মুক্তি।
------ x -----